বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে মুরাদ হত্যা মামলায় একজন গ্রেপ্তার 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে মুরাদ হত্যা মামলায় একজন গ্রেপ্তার 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নির্বাচনি সহিংসতায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হওয়া আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কলেজছাত্র মুরাদ হাসান ভূইঁয়া খুনের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে।

উপজেলার কাকচর গ্রামের নিহত মুরাদের পিতা তোফাজ্জল হোসেন ভূইঁয়া বাদী হয়ে গত শনিবার রাতে নান্দাইল মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় গত রোববার মধ্যরাতে মামলার আসামি ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম শরীফকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বিষয়টি অস্বীকার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে দোয়াত কলমের প্রার্থী জানান, আসামিরা কোন দলীয় পদ-পদবীধারী বা তাদের সমর্থক নয়।

নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ জানান, সব আসামিদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মো. সুজন মিয়াকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

টিএইচ